এম চোখ ডটকম, মুজিবনগর : দুর্যোগে আগাম সতর্কবার্তা , তোমার জন্য কার্য ব্যবস্থা এই প্রতিপাদ্যে মুজিবনগর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে কেদারগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , এসময় অনুষ্ঠানে উপজেলা পল্লি সঞ্জয় ব্যাংক মুজিবনগর শাখাব্যবস্থাপ মনওয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন , ফায়ার সার্ভিস মুজিবনগর টিম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।