মুজিবনগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত
এম চোখ ডটকম,মুজিবনগর: র্যালী আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়ার মধ্য দিয়ে মুজিবনগর পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে ফায়ার সার্ভিস মুজিবনগরের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জাহাঙ্গীর আলম ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি শাহাজান আলী সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ।