মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এম চোখ ডট কম, মুজিবনগর :
“আন্তজাতিক যুব দিবস, যুবকদের জন্য সবুজ সক্ষ্যতা,একটি টেকসই বিশ্বের দিকে” এই শ্লোগানে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস/২০২৩ পালিত হয়।
বিকেলে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান এর নেতৃত্বে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র হল রুমে আলোচনা সভায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন অফিসার, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, মেডিকেল অফিসার ডা: শুভ কুমার, মজুমদার, ইথুন লিডার শামীম খান, সভাপতি সুপ্রতিবেশী যুবসংঘ ইসতিয়াক হাসান ও সদস্য সজীব হোসেন প্রমুখ।