এম চোখ ডটকম,মুজিবনগর:: মুজিবনগর গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে অত্র অফিস চত্বরে আন্তজাতিক স্বাক্ষরতা দিবস/২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মিঃ বিভব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সহসভাপতি আক্কাস আলী, ইউপি সদস্য মিঃ বাবুল মল্লিক, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। ওই সমিতির সদস্য ও স্পন্সর শিশুর মায়েরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ানের নেতৃত্বে র্যালিটি বল্লভপুর সিডিপি- গুডনেইবারস অফিস প্রাঙ্গনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মুজিবনগরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
246
previous post