সোহাগ মন্ডল মুজিবনগর::
মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে
তৃতীয় ধাপে মুজিবনগর উপজেলায় আবারো নতুন ঘর পাচ্ছে ৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১ জুলাই বৃহস্পতিবার দুই শতক জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিবনগর উপজেলায় একজন মানুষ ও গৃহীন ও ভূমিহীন থাকবে না । তিনি আরো বলেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা মুজিবনগর উপজেলায়
প্রথম ও দ্বিতীয় ধাপে চার ইউনিয়নে ২৭ টি পরিবারকে জমির দলিল সহ ঘর প্রদান করেছি। এবার তৃতীয় ধাপে নতুন ৬টি ভূমিহীন ও গৃহীন পরিবারকে আবারো জমির দলিল সহ নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে । আর এভাবেই মুজিবনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা খাতুন , উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান , মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ সফি , সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।