এম চোখ ডটকম, মুজিবনগরঃ মেহেরপুরের মুজিবনগরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার এ উপলক্ষ্যে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনের কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৯টায় মুজিবনগর মানিচিত্র সংগল্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৯টায় মুজিবনগর শেখ হাসিনা চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোনাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাকিব, উপজেলা যুবমহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মুজিবনগরে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
335
previous post