384
মুজিবনগরে আশ্রয়ণ প্রকল্পের নিন্ম আয়ের জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর : মুজিবনগর উপজেলায় প্রাকৃতিক দূর্যোগের (প্রচন্ড দাবদাহ) কারনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নিন্ম আয়ের জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক মেহেরপুর । মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে আজ শনিবার দুপুরে বাবুপুর আশ্রয়ণ প্রকল্পের নিন্ম আয়ের জনগণের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন অফিসার (পিআইও), মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু প্রমুখ। এরপর তাঁরা বাবুপুর আশ্রয়ণ প্রকল্পের নিন্ম আয়ের জনগণের স্থাপনা ঘুরেঘুরে দেখেন।