250
এম চোখ ডটকম, মুজিবনগর : মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির আযাজনে গতকাল শনিবার দুপুরে মুজিবনগর আম্রকানন রেষ্ট হাউজে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি মিজানুর রহমান ফজলু ও চঞ্চলসহ সমিতির সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক তসলিমুল ইসলাম (সজল)।