475
মুজিবনগরে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নানা কর্মসুচী
সোহাগ মন্ডল, এম চোখ ডট কম, মুজিবনগর :
এবার জাতীয় শোক দিবস পালনে মুজিবনগর উপজেলার ওয়ার্ড পর্যায়ে নানা কর্মসুচীর আয়োজন করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামি নির্বাচনে নৌকা প্রতীক আবারও বিজয়ী করার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে এসব কর্মসুচী পালিত হয়েছে।
ওয়ার্ডের এসব কর্মসুচী পরিদর্শন করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , যুুবনেতা হাসানুজ্জামান লালটু প্রমুখ । পরিদর্শনকালে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কাঙ্গালি ভোজ শিশুদের মাঝে বিতরণের উদ্বোধন করেন।