মুজিবনগরে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজিব, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা বি আর ডিবি অফিসার কাউছার আলী ,প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম,উদ্ভিদ ক্ষেত্র সরকারি মিজানুর রহমান, প্রমুখ ।
উপজেলা কৃষি বিভাগ জানায় , সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থবছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে মুজিবনগর উপজেলার চারজন কৃষকের মধ্যে তিনজন কম্বাইন হারভেস্টার মেশিন ও এক জন কে ভুট্টা মাড়া মেশিন বিতরণ করা হয়।