এম চোখ ডটকম, মুজিবনগর ঃ
মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুরে কাঁঠাল বোঝায় ট্রাকে পৃষ্ঠ হয়ে যতারপুর গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে খোকন মন্ডলের (৪০) এর মৃত্যু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত খোকন মন্ডল কোমরপুর বাজার থেকে মটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাঝ রাস্তায় পিছন দিক থেকে আসা কাঁঠাল বোঝায় ট্রাকে চাপা দিয়ে ট্রাক টি পালিয়ে যায় । ট্রাক টি পালানোর সময় স্থানীয় একজন মোটরসাইকেল যোগে ধাওয়া করে ট্রাকটিকে আটকিয়ে রাখে খবর পেয়ে মুজিবনগর থানা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃত্যু ব্যক্তিকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে কে রেখে গেছেন এই মৃত্যুতে খোকন মন্ডলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।