মুজিবনগর রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস ।
এম চোখ ডটকম,মুজিবনগর: : মুজিবনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস । বৃহস্পতিবার ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসে ২০২৩/২০২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা ,সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রোনোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উদ্ভিদ ক্ষেত্র সরকারি মিজানুর রহমান, প্রমুখ । এসময় মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের মোট ৪ হাজার- /৪ শো -৯০ জন কৃষক কে গম ,ভুট্টা ,সরিষা ,শীতকালীন পেঁয়াজ , মুগ , ও মুসুরের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় বীজ ও সার বিতরণ শেষে বিভিন্ন ফসলের ক্ষতির কারণ হিসেবে ইঁদুর নিধন উদ্বোধন করা হয়।