278
মুজিবনগরে কৃষকের পেঁয়াজ ও কলা ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা ?
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের নামার মাঠে কৃষক রাজু গাজীর ১৫ কাঠা জমির পেঁয়াজ ও কলার গাছ কেটে দিয়েছে কে বা কারা। গতকাল রবিবার (৩১শে ডিসেম্বর) দিনগত রাতের কোন এক সময় দুষ্কৃতকারীরা ওই পেঁয়াজ ও কলার গাছ দেয়। গতকাল সোমবার (০১লা জানুয়ারী) সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কৃষক রাজু গাজী কান্নায় ভেঙে পড়েন। এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুজিবনগর থানার (ওসি) উজ্জল কুমার দত্ত জানান- অভিয়োগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।