এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রবিবার রাত ৮টা ৩০মিঃ ও ৯টায় মুজিবনগর উপজেলার বাগোয়ান সারঘর মোড়ে ও মানিকনগর পাকুড়তলা এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামেরে আনেক আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) একই গ্রামের মৃত রমজান শেখের ছেলে মহিরউদ্দীন শেখ (৫০) ও মানিক নগর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে খলিল (৪০)। মুজিবনগর থানা পুলিশের এস আই প্রহলাদ ও এস আই উত্তম এবং এসআই সাইদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এস আই প্রহলাদ ও এস আই উত্তম, এসআই সাইদুর জানান, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল স্যারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন বাগোয়ান সারঘর মোড় ও মানিকনগর পাকুড়তলা এলাকায় অভিযান চালিয়ে আসামী মুজিবনগর উপজেলার বাগোয়ান সারঘর মোড় থেকে সোনাপুর গ্রামেরে আনারুল ইসলাম, একই গ্রামের মহিরউদ্দীন শেখকে ১কেজি গাঁজা ও মানিক নগর গ্রামের খলিলকে ২০০ গ্রাম গাঁজাসহ মানিকনগর পাকুড়তলা থেকে আটক করা হয়। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মুজিবনগরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
286
previous post