455
মুজিবনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
এম চোখ ডটকম,মুজিবনগর: : মুজিবনগর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মনিরুল ইসলাম (২৪) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা রাতে মুজিবনগর উপজেলা মানিকনগর গ্রামে এ অভিযান চালানো হয়। মনিরুল ইসলাম মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের নূরনবী বাঙ্গালের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেলের নির্দের্শে এএসআই আব্দুর রাজ্জাক নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মানিকনগর গ্রামে অভিযান চালান। এ সময় মনিরুল ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে ২শত ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।