মুজিবনগরে গুডনেইবার্সের বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সভা ও পুরস্কার বিতরণ
এম চোখ ডটকম মুজিবনগর ঃ মুজিবনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে মতবিনিময় এবং বিদ্যালয় ও শিকদের নিজ নিজ বিদ্যালয়ে অসামান্য অর্জনের জন্য পুরস্কার প্রদান করেছে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় গুডনেইবারর্স বাংলাদেশ বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলা হলরুমে ওই সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি’র সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদের সঞ্চালনায় এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার আলাউদ্দীন।
সভায় উপজেলা ১০ টি স্কুলের প্রধান শিক,১ জন সহকারি শিক এবং ১ জন এসএমসি সদস্য অংশ গ্রহন করেন।নিজ নিজ বিদ্যালয়ে
অসামান্য অর্জনের জন্য আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেদারগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পুরস্কৃত করা হয়।
সেই সাথে উপজেলার ভালো শিক হিসেবে অসামান্য অবদানের রাখার জন্য ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আমিনুর রহমান কে শ্রেষ্ঠ প্রধান শিক,বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিরুল শেখ শ্রেষ্ঠ সহকারী শিক এবং মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খদেজা খাতুনকে শ্রেষ্ঠ সহকারী শিকের পুরস্কার প্রদান করা হয়।
সেই সাথে অংশগ্রহণকারী সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়
মুজিবনগরে গুডনেইবার্সের বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সভা ও পুরস্কার বিতরণ
412
previous post