এম চোখ,ডটকম,মুজিবনগর: “উন্নত ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় ” এই প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলার চারজন ভিক্ষুকে পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি করে দিলো উপজেলা সমাজসেবা কার্যালয়। ভিক্ষাবৃত্ত চেড়ে নতুন জীবন গড়তে উপজেলার চারজন পেলো নতুন কর্মের ঠিকানা । তারই আলোকে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে তিন জন প্রতিবন্ধী ভিক্ষুকের হাতে তুলে দেওয়া হয় মালামালসহ একটি করে ক্ষুদ্র ব্যবসা মুদি দোকান ও একটি মেয়ের হাতে তুলে দেয়া হয় একটি গাভী গরু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, দুলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন , উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব , উপজেলা পরিষদ কর্মকর্তা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব। ক্ষুদ্র ব্যবসা মুদি দোকান উপকারভোগীরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে খবিরুল ইসলাম,মহাজনপুর গ্রামের লুতফর রহমানের মেয়ে পাপিয়া খাতুন ও বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের সুধীর মন্ডলের ছেলে জোসেফ মন্ডল। গাভী পালনঃ মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মুনছুর শেখের ছেলে জহিরুল ইসলাম।
মুজিবনগরে চার ভিক্ষুক পেলেন নতুন জীবন
236
previous post