362
মুজিবনগরে সাবেক ছাত্রলীগ নেতা ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মুজিবনগর: মুুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ইমাম হোসেন ইমনের নেতৃত্বে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে মুুজিবনগর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে এসমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় মহাজনপুর সাবেক ছাত্রলীগ সভাপতি ইমাম হোসেন ইমনের নেতৃত্বে রামনগর ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেদারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা। এসময় অন্যান্যদের মধ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগ সহসভাপতি শাহ ওলী উল্লাহ সোহাগ,মহাজনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,সাবেক ছাত্রনেতা সায়েম খন্দকার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ ইমন, ইশতিয়াক আহাম্মদ, মোনাখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন,সাবেক ছাত্রনেতা রাজু ও মুুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের ছাত্রনেতা রকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।