204
এম চোখ ডটকম,মুজিবনগর: প্রশিক্ষিত যুব, উন্নত দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে মুজিবনগর পালিত হলো জাতীয় যুব দিবস (২০২২)। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস, এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন,মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী ওমর ফারুক প্রিন্সসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের বিভিন্ন অঞ্চলের যুব সদস্য সদস্যা গন উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে ২০ জন যুব সদস্যদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয় ।