মুজিবনগরে জাতীয় শোক দিবস ও শেখ কামালের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মুজিবনগর: ঃ মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কালাম এর ৭৪ তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০১আগষ্ট) মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিা অফিসার আলাউদ্দিন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসনাইন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুব আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী প্রমুখ। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।