মুজিবনগর জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত
এম চোখ ডটকম,মুজিবনগর : স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্তিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যে মুজিবনগর পলিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা এলজিইডি ইন্জিনিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্ন, উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, উপজেলা জনস্বাস্থ্য অফিসার জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও চার ইউনিয়নের ইউনিয়ন সচিব ও গ্ৰাম পুলিশ সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন