এম চোখ ডটকম, মুজিবনগর: মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মোহড়া অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০টায় মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইজারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকশৈালী নিন্তানন্দ বিশ্বাস, মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুস্তাফিজুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী হচেন আলী, কার্যসহকারী আশরাফুল ইসলাম প্রমূখ। এদিকে এর আগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। মুজিবনগর সরকারী ম্যধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইজারুল ইসলামের নেতৃত্বে র্যালীটি মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একই স্থানে এসে শেষ হয়। শেষে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মুজিবনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
356