শেখ সফি/সোহাগ মন্ডলঃ (০২/০৩/২০২২)
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই শ্লোগানে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে মেহেরপুর মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস/২০২২ পালিত হয়েছে। আজ ২রা মার্চ বুধবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জান খান উপজেলা ভাইস চেয়ারম্যান আহাজ রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহবুব আলম রবি প্রমখ। এসময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চলনায় ছিলেন মুজিবনগর উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া আক্তার।
মুজিবনগরে জাতীয় ভোটার দিবস/২০২২ পালিত
189
previous post