মুজিবনগরে জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতারণ
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতারণ করা হয়েছে।। গতকাল বুধবার সকাল ১০টায় জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী। বিশেষ অতথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহা: আলাউদ্দীন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, পরিচালক মিজানুর রহমান মিজান, প্রধান শিক্ষক ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক ছকিদা খাতুনসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অত্র প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীবৃন্দ।