মুজিবনগরে ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের চার সদস্যকে আটক
এম চোখ ডটকম,মুজিবনগর: ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মুজিবনগর থানা পুলিশের চৌকস টিম বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
এরা হচ্ছে – মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্ব পাড়া তুফান মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০), কুষ্টিয়ার বড় বাজার ঘোড়াঘাট আমলা পাড়ার ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা(৫৮), নাটোরের গুরুদাসপুরের শ্যামপুর কুঠিপাড়ার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও কুষ্টিয়া দৌলতপুরের তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্ব ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, গত তিন-চার মাস আগে থেকেই অত্র এলাকায় ট্রান্সফরমার চুরি করছিল এই চক্রটি। গত ২৬ তারিখেও মুজিবনগরে ৬টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রকে সনাক্ত করে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।