449
মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ একজন আটক
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ জহিরুদ্দিন হালসানা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার রাত ৭:৪৫ টার সময় উপজেলার আনন্দবাস গ্রামের টাকি মাস্টারের মেহগনি বাগানের সামনে বটতলার মোড় হেলিপ্যাড গামী পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জহিরুদ্দীন হালসানা উপজেলার ছয়রুদ্দিনের ছেলে।
আটকৃত জহির উদ্দিন হালসানার বিরুদ্ধে বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।