মুজিবনগরে দারিয়াপুর ব্রাদার্স ইউনাইটেড মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগর দারিয়াপুর ব্রাদার্স ইউনাইটেড মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় দারিয়াপুর ব্রাদার্স ইউনাইটেড কাব মুজিবনগরের আয়াজনে দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম মাহাবুব আলম (রবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় মেহেপুর সদর উপজেলার শালিকা সবুজ একাদশ ১-০ গোলে মুজিবনগর উপজেলার অনিক একাদশকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান বগা ও আমিনুল ইসলাম প্রমুখ। খেলায় বিজয়ী দলের লিমন এক মাত্র গোলটি করে ম্যান আপদি ম্যাচ নির্বাচিত হন।