মুজিবনগরে দোকান ভাংচুর ও গাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন
এম চোখ ডটকম,মুজিবনগর :
মুজিবনগরে জোরপূর্বক জমি দখল ও নব নির্মিত দোকান পাট ভাংচুরের অভিযোগ উঠেছে উপজেলার বল্লভপুরের মৃত রেজাউল হকের ছেলে সজিবুল হকের বিরুদ্ধে। শুক্রবার (০৭ জুলাই) বল্লভপুর গ্রামের আনোয়ার হোসেন তার দোকানের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আনোয়ার হোসেন জমি দখল ও ভাংচুর এবং মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন । লিখিত বক্তব্যে তিনি বলেন, রেজাউল হক ও তার অনুগত ৮/১০জন হামলা চালিয়ে দোকান ভাংচুর করেছে মর্মে মেহেরপুর আদালতে একটি মামলা করা হয়েছে। জমি ও দোকানের মালিক আনোয়ার হোসেন নিজেই।
বক্তব্যে আনোয়ার হোসেন আরও জানান, তিনি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ইমান আলী ও তার ওয়ারিশগনের কাছ থেকে বল্লভপুর মৌজার গত ১৫/০৮/২০০৬ইং তারিখ ৬৪৫৩ নং দলিল মূলে এবং ২৯/০৭/২০১৯ ইং তারিখে ২০৫০নং এবং ১৭/০৭/২০২০ইং তারিখের ৭২৬১নং দলিল মূলে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। জমিতে ইটের পাকা প্রাচীর বেষ্টনী সেই সেগুন, মেহগনিসহ বিভিন্ন মূল্যবান গাছ ছিল। এদিকে সজিবুল হক ওই জমি তার নিজের দাবী করে গত ২১-১২-২২ ইং তারিখে প্রকাশ্য দিবালোকে ৮/১০ জন লোকজন দিয়ে হামলা করে প্রাচীর ও সীমানা বেষ্টনী ভেঙ্গে ভিতরে ঢুকে ১০টি মেহগনি এবং ২০টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। যার মুল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি জানার পর থানা পুলিশকে খবর দেয়া হলে তারা স্থান ত্যাগ করে। এ বিষয়ে স্থানীয়রা উভয় পক্ষকে মিমাংসার প্রস্তাব দিলেও সজিবুল হক তা অগ্রাহ্য করেন। বাধ্য হয়ে তিনি মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৬জন নামীয় আসামীসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি মামলা করেন। যার নং- সিআর ২৭০/২০২২ ইং।
আনোয়ার হোসেন আরও অভিযোগ করেন, তাছাড়া দোকান ভাংচুর ও গাছ লুটপাটের ঘটনায় মামলা দায়ের করার পর অব্যহত হুমকী দিয়ে যাচ্ছেন সজিবুল হক। বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় আছেন বলেও দাবী করেছেন আনোয়ার হোসেন।
বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় কিছু মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে তাৎক্ষনিকভাবে সজিবুল হকের বক্তব্য পাওয়া যায়নি।