এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরে নানা আয়োজনে মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। পরে মুজিবনগর থানার পক্ষে (ওসি) মো: মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তিযোদ্ধা আহসান আলী, উপজেলা আনসার ভিডিপি পুষ্পার্ঘ অর্পন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এসময় সেখানে জাতীর শ্রেষ্ট শহিদ সন্তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার (ওসি) মো: মেহেদী রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী প্রমুখ। এসময় অরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।
মুজিবনগরে নানা আয়াজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
103
previous post