242
মুজিবনগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ রবিবার ভোর ৬ টায় মুজিবনগর স্মৃতিসৌধে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কমসূচী শুর হয়। এসময মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন করেন মুজিবনগর উপজেলা প্রশাসনের পে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানার পে থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর আওয়ামীলগের পে উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধার পক্ষে বীর মুক্তিয়োদ্ধা হাজী আহসান আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগের পে ডা: আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম, কৃষকলীগের পে সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারন সম্পাদক শাহিনুজ্জামান রহমান মানিক, ছাত্রলীগের পে উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান , উপজেলা যুবমহিলালীগের পক্ষে সভাপতি তকলিমা খাতুন, পল্লী বিদ্যৎ সমিতির পক্ষে এজিএম, মুজিবনগর সরকারী টেকনিক্যাল কলেজ স্কুল। সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে কুচকাওয়াজ ও শরীর চার্চা প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। পরে সকাল ১০ টায় সেখানে উপজেলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান।