922
এম চোখ ডটকম, মুজিবনগর :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী মেহেরপুরের মুজিবনগরে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টার দিকে র্যালী, আলােচনা সভা ও সেলাই ম্যাশিন বিতারন অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়াজনে আলোচনা সভা ও সেলাই ম্যাশিন বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা, উপজেলা যুবউন্নয়ন অফিসার ও উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। এসময় ৯জন অসহায় দরিদ্র মহিলাকে সেলাই ম্যাসিন প্রদান করা হয় । এর আগে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।