236
এম চোখ ডটকম,মুজিবনগর:
মুজিবনগর দারিয়াপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৫:৪৫ ঘটিকার সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নির্দেশে এসআই সাহেব আলী,এসআই উত্তম কুমার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দারিয়াপুর গ্রাম থেকে (০৩) গ্রাম হেরোইনসহ কাবিদুলের ছেলে তুহিন(২৩) ও বকুলের ছেলে আব্দুল আজিজ(২১) আটক করা হয়। আটককৃত দুজনের বাড়ি উপজেলার দারিয়াপুরে বলে জানা যায়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা রজু করা হয়েছে।