473
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর থানা পুলিশের অভিযানে মাদকসহ দুই জনকে আটক করেছে মুজিবনগর আওতাধীন কোমরপুর আইসি ক্যাম্প। শনিবার ২০ মে রাত সোয়া আটটার সময় মুজিবনগর থানাধীন কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি টিম বাবুপুর গ্রামের পরানপুর হইতে বাবুপুর গামী রাস্তার পাশল একটি কলা বাগানের সামনে থেকে পরানপুর গ্রামের হাশেম আলীর ছেলে মোমিন(২০) ও বাবুপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মিঠন(২০) কে চার(০৪) গ্রাম হেরোইন সহ আটক করে মুজিবনগর থানার নিয়ে আসে কোমরপুর আইসি ক্যাম্প। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি রাসেল জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আদালতে সোপর্দ করা হইয়াছে।