214
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়পুর গ্রামের ময়নাতলা মাঠে গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার, এসআই সাহেব আলী ,সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।এসময় মাদক চোরাচালানকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে তার মধ্যে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে মুজিবনগর থানায় নিয়ে আসা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।