এম চোখ ডটকম,মুজিবনগর: করোনা কালীন সময়ে ২০২০ সালে স্কুলে পড়া অবস্থায় সংঘর্ষের যের ধরে ২০ মে শনিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের রশিকপুর ব্রিজে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত তিনজন হলেন রশিকপুর গ্রামের খোকন শেখের ছেলে মানিক(১৬) শামসুদ্দোহা শেখের ছেলে শানমন (১৮) এবং মজিদুলের ছেলে টোকন (২১)। গুরুতর আহত টোকনের মাথায় ৯ টা সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও আহত হয়েছেন বাবলুর ছেলে বনি আমিন (২০), কাউস উদ্দিনে ছেলে লুৎফর (১৭), সবুজ(১৮), আলতাফের ছেলে কাউস উদ্দিন (৩৫) এবং সাকিব(১৬) । এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হন।। রশিকপুর গ্ৰামের ইউপি সদস্য পালু শেখ জানান পূর্বের মারামারির ঘটনা কে কেন্দ্র করে রশিদপুর গ্রামের ছেলে পিলে মোটরসাইকেল যোগে রশিকপুর ব্রিজে পৌঁছালে মোটরসাইকেল এর উপরে থাকা অবস্থায় বাগোয়ান গ্রামের লোকজন মারধর শুরু করে এতে ঋষিপুর গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি । বাগোয়ানের সাবেব ইউপি সদস্য কাজী কোমরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান করোনা কলীন সময়ে স্কুলে পড়া অবস্থায় এক সংঘর্ষের জেরে আজকে পুনরায় রশিকপুর ব্রীজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন , ‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে, উভয়পক্ষের দুইজন আহত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি । লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ আহত-৩
511
previous post