মুজিবনগরে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে মুজিবনগর শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্ন ও পরে পর্যায়ক্রমে মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পক্ষে হাজী আহসান আলী খান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ‘লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডঃ আসাদুজ্জামান, বাংলাদেশ আনসার ভিডিপি পক্ষে মিরাজুল ইসলাম , পল্লী বিদ্যুৎ মুজিবনগর , যুব মহিলা লীগের পক্ষে সম্পাদক তাহমিনা খাতুন ,উপজেলা ছাত্রলীগের পক্ষে স্বপন গাজী, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি জাহিদ হাসান রাজিব ও সম্পাদক শাহিনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মতিউর রহমান মতিন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান মহাবুবুল আলম রবি , উপজেলা ইয়াং বাংলা ফিচার লিডারশিপ এর পক্ষে সভাপতি হাসানুর জামান লালটু । এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ অর্পন করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।