মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত
মেহেরপুরের চোখ ডটকম, মুজিবনগর :
প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর -২০২৪ – উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর আয়োজনে এবং মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় মানিকনগর বল্লভপুর রোডের পাশে আমবাগানে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ।
পরে প্রদর্শনীর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় , উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার খায়রুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাউছার আলী, । উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসেরএল এফ এ মিঠুন আলী সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রদর্শনীতে গাভি পালন,ষাড় পালন,ছাগল পালন,ভেড়া পালন সহ বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে গরুর ২৫টি ,১০টি ছাগলের,৫টি ভেড়ার এবং ১০টি বিভিন্ন প্রাণিসহ মোট ৫০টি ষ্টল স্থাপন করা হয়।