মুজিবনগরে ফেনসিডিলসহ একজন গ্রেফতার
এম চোখ ডট কম, মুজিবনগর:
৩৫ বোতল ফেন্সিডিলসহ মুনতাজুর রহমান ওরফে আলম (২০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগরের রতনপুর থেকে আটকবরগামী পাকা রাস্তার পাশে সিএবি নামক ইটভাটার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপরে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার মুনতাজুর রহমান ওরফে আলম মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মুজিবনগর থানার এসআই উত্তম কুমার ও এসআই খালিদুর আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আগে থেকে অবস্থান নেন। এক পর্যায়ে ঘটনাস্থল দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল আলম । পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে তাকে শুক্রবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।