এম চোখ ডটকম, মুজিবনগর : (২৫/০৫/২০২২)
মুজিবনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে যতারপুর সরককারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ ফুটবলে ভবানীপুর সরকারী বিদ্যালয় উপজেলায় চ্যাম্পিয়ান হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় যতারপুর সরককারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ খেলায় ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গৌরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, শিক্ষা অফিসার আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার এহসান হাবীব, আলাউদ্দীন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির মুজিবনগর শাখার সভাপতি আমিনুর রহমান, সহসভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন মাসুম, শিক্ষক কল্যান সমিতি মুজিবনগর শাখার সভাপতি গোলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক শিরিনা খাতুন, বখতিয়ার হোসেন ও সহকার শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
মুজিবনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলা অনুষ্ঠিত
589
previous post