মুজিবনগর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ
এম চোখ ডটকম, মুজিবনগর :
বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব ।
রোববার (১৪ এপ্রিল) সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পহেলা বৈশাখ বাংলার নববর্ষের শুভ সূচনা হয় । পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এস হে বৈশাখ ।
এরপরে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কেদারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয় । এতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন ,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসরুবা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সকলেই পান্তা উৎসবে অংশগ্রহণ করেন এবং উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী গনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।