মুজিবনগরে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস । দিবসের শুরুতেই একত্রিশ বার তপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা অনুষ্ঠিত হয় । ৬:৩০ মিনিটে মুজিবনগর কমপ্লেক্স স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন সহ চার ইউনিয়নের চেয়ারম্যান গন । পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মুজিবনগর থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত, বীর মুক্তিযোদ্ধা গন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের পক্ষে রফিকুল ইসলাম তোতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডক্টর আসাদুজ্জামান, টুরিষ্ট পুলিশ মেহেরপুর জোন, ফায়ার সার্ভিস মুজিবনগর, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে উপজেলা আহবায়ক মতিউর রহমান মতিন, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাদু , উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষে সভাপতি মহাসিন আলী । পরে মুজিবনগরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। তারপর সকাল সাড়ে আটটার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট শিশু কিশোর সমাবেশ , কুচ কাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,, ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন, শান্তির কপোত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । পুলিশ ,আনসার ও বিএন সিসি , সরকারি শিশু পরিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেন । মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।