211
শেখ সফি/সোহাগ মন্ডলঃ ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার লক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মোলন ও ৯টি ওয়ার্ডের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের আয়াজনে মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মোলনে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মধু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক অ্যাডভকেট ইব্রাহীম শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সদস্য রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দীন, মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাকিব, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক, যুবলীগনেতা নেতা হাসানুজ্জামান লালটু, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন শাহিন প্রমুখ। এসময় বাগোয়ান ইউনিয়নের ১ওয়ার্ড আওয়ামীলীগের ফারুক হোসেনকে সভাপতি ও জহিরুল ইসলাকে সাধারন সম্পাদক, ২ওয়ার্ড আওয়ামীলীগের মিঃ সিবাস্তিন মল্লিক মেম্বারকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারন সম্পাদক, ৩ওয়ার্ড আওয়ামীলীগের নজরুল ইসলাকে সভাপতি ও আলতাব হোসেরক সাধারন সম্পাদক, ৪ওয়ার্ড আওয়ামীলীগের আব্দুল জলিলকে সভাপতি ও আব্দুস সামাদকে সাধারন সম্পাদক, ৫ওয়ার্ড আওয়ামীলীগের রকিবউদ্দীন রকিব মেম্বারকে সভাপতি ও লাভলুকে সাধারন সম্পাদক, ৬ওয়ার্ড আওয়ামীলীগের মিঃ মারিয়া শুশিত গনাকে সভাপতি ও মিঃ আলবাট টুইস মন্ডলকে সাধারন সম্পাদক, ৭ওয়ার্ড আওয়ামীলীগের ফেদৌস আলী ম্যান্তাকে সভাপতি ও আরজুল্লা হোসেনকে সাধারন সম্পাদক, ৮ওয়ার্ড আওয়ামীলীগের জমিরউদ্দীনকে সভাপতি ও আইয়ুব হোসেনকে সাধারন সম্পাদক, ৯ওয়ার্ড আওয়ামীলীগের সাইফুল ইসলাম টিপুকে সভাপতি ও আলতাব হোসেনকে সাধারন সম্পাদক করে প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাগোয়ান ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম।