মুজিবনগরে বিএনপির চার নেতা গ্রেফতার ॥ চারটি ককটেল উদ্ধার
এম চোখ ডট কম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরে ককটেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সকলেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানায় পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গৌরিনগর গ্রামের সড়কের পাশে নাশকতার চেষ্টাকালে এ চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে ককটেল বিষ্ফোরণের আলামত এবং অবিষ্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছে- দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিদ্যাধরপুর গ্রামের আব্দুল খালেক (৪৩), বাগোয়ান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়পুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮), মোনাখালী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিবপুর গ্রামের শহিদুল হাসান রাহুল (২৭) এবং মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আজিম উদ্দিন গাজী (৫০)।
মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, গৌরিনগর গ্রামের সড়কের পাশে নাশকতার পরিকল্পনার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় কয়েকজন। সেখান থেকে ওই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি চারটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতার সাথে জড়িত থাকার দায়ের গ্রেফতার চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন : বামন্দীতে ককটেল বিষ্ফোরণ ও উদ্ধার ॥ বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার ‘আ.লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায়’