মুজিবনগরে বিনামূল্যে মাশকলাইয়ের বীজ ও সার বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর ২০২৩/২০২৪ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাশকলাই এর বীজ ও স্যার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার সকাল 11 টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম ,ক্ষেত্র সহকারী মিজানুর রহমান সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন গ্ৰাম থেকে আসা কৃষক গন উপস্থিত ছিলেন। মুজিবনগর উপজেলায় মোট ৪ শো জন কৃষককে ৫ কেজি বীজ -১০কেজি ডি এ পি-৫কেজি এম ও পি বিনামূল্যে চাষীদের মাঝে বিতরণ করা হয়।