164
মুজিবনগরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়ান রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৩ আলোচনা সভা
এম চোখ ডটকম,মুজিবনগর: “এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়ান রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই শ্লোগানে মুজিবনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে, এন্টিমাইক্রোবিয়ান রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়ারিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা‘র আয়াজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়ান রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামানের সভাপতিতে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংর্শ গ্রহন করেন আবাশিক মেডিকেল অফিসার ডা: তৌফিক আহম্মেদ, ডা: আবু সাঈদ, ডা: এম এম রফিকুজ্জামান, ডা: সুপ্রিয়া দত্ত, সেবিকা রুপালী মন্ডল ও মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ শফিউদ্দীন প্রমুখ। এসময় ডাক্তার, সেবিকা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।