এম চোখ ডটকম, মুজিবনগর : পর্যটনের নতুন ভাবনা ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর বর্ণাঢ্য আয়োজনের পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ।
এ উপলক্ষে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকাল দশটায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে মুজিবনগর প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজার ও মুজিবনগর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অডিটোরিয়াম এগিয়ে শেষ হয় । র্যালি অংশগ্রহণ করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল , মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বিশিষ্ট সমাজসেব ওয়াজেদ আলী, ব্যাটেলিয়ান আনসার পিসি কাজল , অন্য পার্কের স্বত্বাধিকারী হাসানুজ্জামান লালটু , বাংলাদেশ পুলিশের প্রতিনিধি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় মুজিবনগর মুজিবনগর কমপ্লেক্স ভ্যান চালকদের নিয়ে বিভিন্ন দিক নির্দিষ্ট মূলক বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল বলেন মুজিবনগর হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত ঐতিহাসিক একটি স্থান এখানে যা কিছু আছে সবই মুক্তিযুদ্ধের চেতনার স্থাপনা এখানে টুরিস্টরা আসেন মুক্তিযুদ্ধকে জানতে ইতিহাসকে জানতে তাই টুরিস্টদের সাথে নমনীয় ভাষায় কথা বলতে হবে আপনাদের কথাই তারা যেন আঘাত না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিচ্ছন্ন পোশাক পরিধান করে কাজ করতে হবে টুরিস্টদের সাথে কোন ধরনের সংঘাতে জড়ানো যাবে না আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স একটি ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থানের সমস্ত স্থাপনা সম্বন্ধে ধারণা থাকতে হবে যাতে করে টুরিস্টরা আপনার সাথে জানতে চাইলে আপনি সুন্দর ভাবে বলতে পারেন তাহলে দেখবেন মুজিবনগর এক সময় টুরিস্টে ভরে যাবে তখন আপনার আপনার পরিবারের ও এই অঞ্চলের সকলের অর্থ সামাজিক উন্নয়ন ঘটবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ টুরিস্ট বোর্ডের আয়োজনে মুজিবনগর অনন্যা পার্কের স্বত্বাধিকারী হাসানুজ্জামান লালটুর সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
মুজিবনগরে বিশ্ব পর্যটন দিবস পালন
289
previous post