মুজিবনগরে ভবরপাড়ায় নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের মাঝে ধাক্কাধাক্কি ।
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর উপজেলার ভবরপাড়া বাজারে নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের মাঝে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে । ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ভবরপাড়া বাজারের তিন রাস্তার মোড়ে ঘটে । ঘটনার বাদি ভবরপাড়া গ্ৰামের নিলু মন্ডলের ছেলে বাবু জানান আমি মাইক্রোবাস চালাই আজকে আমার ঝিনাইদহে টিপ ছিলো সেখান থেকে বাড়ি ফেরার পথে আমার মেয়ের জন্য ফল কেনার উদ্দেশ্যে ফলের দোকানে গেলে ওখানে না পাওয়ায় আরেকটি দোকানে যাওয়ার পথে আমার কাকা তো ভাই তিন রাস্তার মোড়ে দাঁড়ানো দেখে তার সাথে আমি কথা বলছিলাম ট্রাক মার্কা প্রতীকের সমর্থিত লোকজন আমাদের পিছন থেকে এসে কেউ কলাট ধরে কেউ চেপে ধরে ধস্তা ধস্তি করে এসময় আমার সদ্য টিপে থেকে আসি টিপের ভাড়া ১০ হাজার সহ গাড়ি সার্ভিসিংয়ের ৪০ হাজার টাকা সহ বাজারের অবস্থান করি আমার কাছে ৫০ হাজার টাকা ছিল এই ঘটনার পর আমার টাকা পাচ্ছি না । এবং আমি নৌকার ভোট করছি বলে তারা আমাকে ট্রাকের অফিসে নিয়ে যায় সেখানে আমাকে অল ফল্ডে ফেলার চেষ্টা করে, অফিস ভাংচুর করার পাঁয়তারা করছে এমন হুমকি দেয় , দোষের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি নৌকার ভোট করছি বলে আমার উপর এই হামলা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত দিলিপ মল্লিক জানান ভবরপাড়া গ্ৰামের মসি মন্ডলের ছেলে রিমন আমাদের ট্রাকের পক্ষে প্রচারণা করে বাবু রিমনকে ডেকে বলে এই আমারা সবাই নৌকার পক্ষে কাজ করছি তুই ট্রাকের হয়ে কাজ করবি তার মানে চলে আয় এই বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই সাথে রিমনের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের লোক জন আটকানোর চেষ্টা করে এই হচ্ছে মূল ঘটনা । রিমন জানান বাবু আমার চাচাতো ভাই সে আমাকে বলে তুই ট্রাকের হয়ে ভোট করবিনি এরা সবাই খারাপ তুই নৌকার ভোট করবি বাবুকে আমি বলি না আমি নৌকার ভোট করবো না এই সব ধরনের কথা বলা বলি হচ্ছিল তাছাড়া কিছু না, । ৫০ হাজার টাকার বিষয়ে দিলিপ মল্লিক জানান তার পকেটে কি ছিল না ছিল সেটা আমাদের অজানা আমরা বা আমাদের লোক জন তার পকেটে হাত দেয়নি বরং আমি আমাদের লোকজনকে ঘটনার স্থান থেকে সরিয়ে নিয়ে আসি । এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী জানান শিবা বাবুকে জড়াই ধরছিল অর্থাৎ বল প্রয়োগ করে এ জন্য শিবাকে দঃ বিধি ১৭১ এর চ ধারায় অভিযুক্ত করে ৫শো টাকা জরিমানা করা হয় । টাকার বিষয়ে তিনি বলেন নগত টাকা ভ্রাম্যমানের বিষয় না সেজন্য তাকে মুজিবনগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখবে ।