মুজিবনগর ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত।
এম চোখ ডটকম, মুজিবনগর :
স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবননগর অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
শনিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্নের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ বিষয়ে সরকারের নানা মুখী কর্মসূচির বিষয় তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বক্তব্য রাখেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০ জনের হাতে খারিজের খতিয়ান কফি তুলে দেন অতিথিবৃন্দ ।