মুজিবনগরে মাঠ থেকে মরদেহ উদ্ধার
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে আয়ুব আলী (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশর্^বর্তী মাঠের একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে ছিল। আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ ও পরিবার। জানা গেছে, মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের আয়ুব আলী বুধবার সকালে অন্য দিনের মত বাড়ির বাইরে যায়। নির্দিষ্ট সময়েল মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে নামে। তবে তার সন্ধানে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে কেদারগঞ্জ-রামনগর মাঠের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহের সন্ধান পায় পরিবারের লোকজন। স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে মরদেহের বিষয়টি নজরে আসে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহের কিছু অংশ শেয়ালে কামড়ে তুলে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাÐ নয় বলে মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।