মেহেরপুরের মুজিবনগরে মধ্য বয়সীর লালসার শিকার চার বছরী এক শিশু
এম চোখ ডটকম,মুজিবনগর:: চার বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে যৌন নিড়িপন করেছে তসলেম উদ্দীন (৬০) নামের এক মধ্য বয়সী নরপশু। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তছলেম উদ্দীন পেশায় একজন ভ্যান চালক। তার দৃষ্টান্তমূলক সাজা দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু কন্যার পিতার বাড়ির আশেপাশেই ওই তছলেম উদ্দীনের বাড়ি। দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় তছলেম উদ্দীন চকলেট দেওয়ার প্রলোভনে তাকে নিয়ে যায়। শিশুটির বাড়ির পাশের মাঠের ঘাস ক্ষেতে নিয়ে যায়। সেখানে যৌন নিপিড়ন চালায় তছলেম উদ্দীন। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে তছলেম উদ্দীন তাকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটিকে ভর্তি করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। যৌন নিপিড়নে সে বেশ অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তছলেম উদ্দীনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।